ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৪৯

এ মাসেই কালবৈশাখী আঘাত হানতে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৭ ২ এপ্রিল ২০১৯  

এপ্রিল মাসেই  দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারী ধরনের আরও তিন কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। সে সঙ্গে এ সময় দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক এসব  তথ্য জানান।

তিনি জানান, প্রতি বছর এই সময় (এপ্রিল মাস) দেশের আবহাওয়া বিরূপ থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায়। এ কারণে এ সময় বৃষ্টিপাত ছাড়াও সমুদ্রে দুয়েকটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি  জানান, এছাড়া এ মাসেই দেশের উত্তর-মধ্যাঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যেতে পারে। ফলে কোনো কোনো স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে উঠে যেতে পারে।

এদিকে মঙ্গলবার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র : বাসস