ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৬৫২

এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ: তোফায়েল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০০ ৭ জানুয়ারি ২০১৯  

তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ

সদ্য বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাজনীতির এই জগত একটা সংসারের মতো। আর এই সংসার যাওয়া আসার রঙ্গমঞ্চ।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় ছেড়ে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, নতুনদের জায়গা করে দিতে পুরাতনদের জায়গা ছেড়ে দিতে হয়। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নতুনদের সুযোগ দিয়েছেন। আমি আশা করবো নতুনরা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।
তোফায়েল আহমেদ বলেন, নতুনরা সবাই যোগ্য। যোগ্যতা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন।

তিনি বলেন, এ সরকারের আগামী ৫ বছর হবে বাংলাদেশের জন্য যুগান্তকারী ইতিহাস। কারণ এ পাঁচ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হবে।
 
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, আমি টানা ৯ বছর এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এসময় সরকারের বিভিন্ন গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি।

তোফায়েল আহমেদ এসময় অনেক স্মৃতি রোমন্থন করে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন।

তবে নিদারুন বাস্তবতা হলো, সোমবার বিদায় বেলায় বাণিজ্যমন্ত্রীর সাথে তেমন কাউকে দেখা যায়নি। ২/৩জন কর্মকর্তা হাতে ফুলের তোড়া দিয়ে গাড়িতে তুল বিদায় জানান। এরকম প্রায় অন্য সব মন্ত্রীদের বেলাতেই দেখা গেছে, বিদায় বেলায় সিনিয়র মন্ত্রীরা হতাশার ছাপ মুখে নিয়ে বিদায় নিয়েছেন তাদের কর্মস্থল সচিবালয় থেকে।

সচিবালয়ে দেখা গেছে পিয়ন, চাপরাশি, ড্রাইভার থেকে শুরু করে সবার মাঝে রোববার (৬ জানুয়ারি) মন্ত্রী পরিষদ সচিব ঘোষিত নবগঠিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা কে কেমন, মন্ত্রিসভা কেমন হয়েছে, হেভিওয়েট মন্ত্রীদের বাদ দেয়ার সিদ্ধান্ত সঠিক হলো কি-না তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।পুরনো মন্ত্রীদের বিদায়ের চাইতে নতুন মন্ত্রীদের নিয়েই আগাম ব্যস্ততা ছিল প্রায় সব মন্ত্রণালয়ে।