ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৮

এইচএসসি-সমমান পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৪ ২৬ জুলাই ২০২৪  

এইচএসসি ও সমমান পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।  বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার  এ তথ্য নিশ্চিত করেন। 


তিনি জানান, ২৮, ২৯ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, উদ্ভূত পরিস্থিতির কারণে সেগুলো স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

 

এর আগে দুই দফায় চারদিনের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। প্রথম দফায় স্থগিত করা হয় ১৮ জুলাইয়ের পরীক্ষা। পরের দফায় স্থগিত করা হয় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা। 

 

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। কিন্তু এখন ১১ আগস্টের পর স্থগিত বিষয়গুলোর পরীক্ষা নেয়া হবে।

 

পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।