ঢাকা, ১১ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২৮ চৈত্র ১৪৩১
good-food
২৫১

এক ডোজে রোখা যাবে না ভারতীয় ভ্যারিয়েন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৭ ১০ জুলাই ২০২১  

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়েছে ডেল্টা ভাইরাস। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশগুলোর জন্য উদ্বেগের একটি বড় কারণ হয়ে উঠেছে। আগামী দিনে করোনার তৃতীয় ঢেউয়ের কারণে ডেল্টা প্রজাতি এবার বড় হুমকির কারণ হয়ে উঠেছে।


একটি নতুন সমীক্ষায় দেখা গেছে, ডেল্টা প্রজাতিকে রুখতে ভ্যাকসিনের একটি শট যথেষ্ট নয়। গবেষকরা বলেছেন দুটি শট দিয়ে ৯৫ শতাংশ ব্যক্তিদের দেহে এই ভাইরাসের বিরুদ্ধে অনাক্রমতা গড়ে তোলা সম্ভব।


নেচার পত্রিকায় প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ডেল্টা প্রজাতিটি ভারতে, ব্রিটেনে প্রভাবশালী হয়ে উঠেছে। ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনগুলো জানায়, এদের একটি ডোজই কার্যকর। যদিও এই গবেষণা থেকে জানা গেছে, একটি ডোজ যথেষ্ট নয় নয়া ভ্যারিয়েন্ট রুখতে।


ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর) সাম্প্রতিক গবেষণায় যে ফলাফল এসেছে তার ফল কিছুটা আলাদা। আগের গবেষণায় বলা হয়েছিল, ভ্যাকসিনের একটি কিংবা দুটি ডোজই খুব ভালো সুরক্ষা দিতে পারবে। সেখানে বলা হয়েছিল একটি ডোজ দিয়েও করোনায় মৃত্যু রোখা সম্ভব।


আইসিএমআর একটি টুইট করে জানিয়েছে, গবেষণায় প্রমাণিত হয়েছে কোভিড -১৯ ভ্যাকসিন ফ্রন্টলাইন কর্মীদের মৃত্যু রোধে কার্যকর। রাজ্য পুলিশ কর্মীদের উপর ৮২ শতাংশ কার্যকরী হয়েছে।


আইসিএমআর জানায়, কোভিড -১৯ থেকে সেরে ওঠা ব্যক্তিরা যারা কোভিশিল্ডের এক বা দুটি ডোজ গ্রহণকারী, তারা ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে একটি ডোজ নেওয়া ব্যক্তিদের থেকে বেশি সুরক্ষিত রয়েছেন।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর