ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭২৭

এক সপ্তাহের মধ্যে চালের দাম কমবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ১১ জানুয়ারি ২০১৯  

এক সপ্তাহের মধ্যে চালের দাম কমবে বলে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের তিনি এই মন্তব্য করেন।

হুট করে চালের দাম বেড়ে গেছে। এর কারণ দর্শিয়ে টিপু মুনশি বলেন, গেল ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন ছিল। এজন্য দুই-তিন দিন পরিবহন ঘাটতি ছিল। আসছে এক সপ্তাহের মধ্যে চলের দাম কমবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, গতকাল মিল মালিক ও ধান ব্যবসায়ীসহ অন্যদের সঙ্গে আমি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কথা বলেছি। তারা কথা দিয়েছেন, সপ্তাহ খানেকের মধ্যে চালের দাম কমবে।

মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে ও চিকন চালের দাম কিছুটা বেড়েছে জানিয়ে

টিপু মুনশি বলেন, দেশের সাধারণ মানুষ মোটা চাল খায়। এজন্য মোটা চালের দাম স্থিতিশীল রাখতে সচেষ্ট থাকতে হয়। সেটা আছে। তবুও চালের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সরকারি গুদামগুলোতে প্রচুর পরিমাণে ধান-চাল মজুত আছে। যা গেল বছরের তুলনায় অনেক বেশি। সুতরাং চাল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।