ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
১৬৩২

একদিনে ৩৫ কোটি গাছ লাগালো ইথিওপিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৫ ৩০ জুলাই ২০১৯  

ইথিওপিয়াতে একদিনে ৩৫ কোটি গাছ রোপণ করা হয়েছে। এ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা মনে করছেন, এটি একটি বিশ্ব রেকর্ড। দেশটি ভীষণ খরাপ্রবণ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং বন উজাড় হয়ে যাওয়ার অবস্থা থেকে বাঁচাতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ স্বয়ং এ প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন। সরকারি কর্মকর্তারা যেন বৃক্ষরোপণে অংশ নিতে পারেন, এজন্য কিছু অফিস বন্ধ রাখা হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিংশ শতাব্দীর শুরুর দিকে ইথিওপিয়ায় বনভূমির পরিমাণ ছিল প্রায় ৩৫ শতাংশ। কিন্তু ২০০০ সালের শুরুর দিকে তা নেমে আসে প্রায় ৪ শতাংশের কাছাকাছি।

মি. আহমেদ গ্রিন লিগেসি ইনিশিয়েটিভ-এর অংশ হিসেবে এ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেন। সারাদেশের প্রায় ১০০০টি স্থানে কার্যক্রমটি চলছে। আদ্দিস আবাবা জানিয়েছে, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রোপণ হওয়া এ বিপুল পরিমাণ বৃক্ষের প্রাথমিক বীজ বপনের কাজটি করা হয়।

ইথিওপিয়ার আবিষ্কার ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এক টুইটে জানিয়েছেন, ১২ ঘণ্টায় দেশটিতে মোট ৩৫ কোটি গাছ রোপণ করা হয়েছে। এখানেই শেষ নয়। ইথিওপিয়া স্থানীয় জাতের মোট ৪ বিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা করেছে।

জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও ইথিওপিয়াতে থাকা বিদেশি রাষ্ট্রদূতদের বৃক্ষরোপণ কাজে সম্পৃক্ত করা হয়। এতদিন একদিনে রেকর্ডসংখ্যক গাছ রোপণে রেকর্ডটি ছিল ভারতের দখলে। ২০১৬ সালে দেশটিতে একদিনে ৫ কোটি গাছ রোপণ করা হয়।

তবে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের সমালোচকেরা বলছেন, সরকার যেসব সমস্যায় ডুবে রয়েছে, সেসব থেকে মানুষের দৃষ্টি ফেরাতেই বৃক্ষরোপণ নিয়ে এ প্রচারাভিযান শুরু করা হয়।

গাছের জন্য ১ মিনিট বিভাগের পাঠকপ্রিয় খবর