ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৫৭২

একনজরে এইচটি ইমাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩৭ ৪ মার্চ ২০২১  

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচ টি ইমাম একজন বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তিনি। শুরু থেকেই দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ বর্ষীয়ান সদস্য। 


২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এইচ টি ইমাম। বৃহস্পতিবার (০৪ মার্চ) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।
তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


একনজরে এইচ টি ইমাম

# পুরো নাম হোসেন তৌফিক ইমাম। তবে দেশ-বিদেশের মানুষের কাছে তিনি এইচটি ইমাম নামে পরিচিত।

# ১৯৩৯ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এ কীর্তিমান।

#  পাকিস্তান আমল থেকে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। 

# ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে এবং কিডনির রোগে গেলেন অনন্তলোকে।


# ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

# প্রথম জীবনে ছিলেন রাজশাহী সরকারি কলেজের প্রভাষক। তবে মেধাবী এ ব্যক্তিত্ব শিক্ষকতায় থিতু হতে পারেননি।

# ১৯৬১ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় সিএসপিদের মধ্যে চতুর্থ স্থান লাভ করেন। পরে পাকিস্তান সরকারের উচ্চ পদে যোগ দেন।

 

# ১৯৬৩-১৯৬৪ মেয়াদে তৎকালীন নওগাঁর মহকুমা প্রশাসক ছিলেন এ গুণীজন। 

# পরবর্তীতে সরকারি চাকরি সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

# ১৯৭১-এর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলার ইতিহাসে প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন এ নীতিপ্রণেতা।

 

# ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হন।

# পরে ২০১৪ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

# বাংলাদেশ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ বিশিষ্টজন।

 

উল্লেখ্য, দেশের রাজনৈতিক ইতিহাসে বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এইচ টি ইমাম। স্বাভাবিবভাবেই অগণিত নেতাকর্মীর মনেপ্রাণে নক্ষত্র হয়ে থাকবেন।