ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৯৪

একবার এ লাচ্ছি চেখেই দেখুন!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৪ ২১ ডিসেম্বর ২০১৮  

উপকরণ :


টকদই - ১ কাপ
চিনি - ৩ টেবিল চামচ বা আপনার স্বাদমতো
পানি - ১/২ কাপ
কুচানো বাদাম - ১ চা চামচ (optional)
বরফ - ২ টুকরা


পদ্ধতি :
১.     টকদই, পানি ও চিনি দিয়ে ব্লেন্ড করুন
২.    এখন লাচ্ছি গ্লাসে ঢেলে বরফ, লেবু ও বাদাম দিয়ে পরিবেশন করুন।

লাইফ কিচেন বিভাগের পাঠকপ্রিয় খবর