ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪৯

একাই ৬ আসনে জিতে রেকর্ড গড়লেন ইমরান খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৯ ১৭ অক্টোবর ২০২২  

একাই ছয় আসনে জিতে রেকর্ড গড়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (১৬ অক্টোবর) পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) ছয় আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এআরআই জানিয়েছে, নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে চমক দেখান ইমরান খান। এ নিয়ে ইতিহাস রচনা করেছেন তিনি।

 

পেশাওয়ার, মার্দান, চারসাদ্দা, ফয়সালাবাদ, করাচি ও নানকানা সাহিবে উপনির্বাচনে জয়ী হন ইমরান খান। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, মোট আটটি আসনে নির্বাচন করেছিলেন তিনি। এর মধ্যে ছয়টিতেই জয়ী হয়েছেন পিটিআই চেয়ারম্যান।

 

অনানুষ্ঠানিক ফলাফলে বলা হয়েছে, পিটিআই এনএ-৩১ পেশাওয়ার, এনএ-২২ মার্দান, এনএ-২৪ চারসাদ্দা, এনএ-১০৮ ফয়সালাবাদ, করাচির এনএ-২৩৯ কোরাঙ্গি ও এনএ-১১৮ নানকানা সাহিব-২ এ জয়ী হয়েছেন ইমরান খান। এসব আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করেন তিনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর