ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬২৭

একের পর এক অগ্নিকাণ্ডে এফআর তদন্ত ব্যাহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৭ ৪ এপ্রিল ২০১৯  

ঢাকার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর সপ্তাহ গড়ালেও এখনো তদন্ত শেষ হয়নি। এজন্য রাজধানীতে একের পর এক আগুন লাগাকে কারণ দেখিয়েছে ফায়ার সার্ভিস।

তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দেবাশীষ বর্ধণ বলেন, ২৩ তলা ভবনটির অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছিল তা জানা যায়নি। ব্যস্ততার মধ্যেও তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে।

গেল ২৮ মার্চ বহুতলা ওই বাণিজ্যিক ভবনে আগুন লাগে। এতে চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন ২৬ জন এবং আহত হন প্রায় ৭৬ জন।

এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। এর অগ্রগতি জানতে চাইলে দেবাশীষ বর্ধণ বলেন, এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর আরও কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে। তাই ঠিকমতো তদন্তের কাজ করতে পারছি না।

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের দুদিন পরই আগুনে সম্পূর্ণ পুড়ে যায় গুলশান ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার। পরে বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোটখাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাতে পুড়েছে খিলগাঁও রেল গেইটের কামারপট্টি বাজার।

এফআর টাওয়ারের পাশাপাশি অন্য অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তেও কমিটি হয়েছে। প্রায় সব ক’টিতেই রয়েছেন দেবাশীষ। প্রথম অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন আসছে সপ্তাহ নাগাদ দেয়ার আশা প্রকাশ করেন তিনি।

তদন্তে এখন পর্যন্ত প্রায় ২০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। তাদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক জানান, বিদ্যুতের শর্ট সার্কিট কিংবা এসির গ্যাস থেকে আগুন লাগার কথা বলছে তারা।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর