ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৯

এখনো লাইফ সাপোর্টে সেব্রিনা ফ্লোরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৪ ২৯ আগস্ট ২০২২  

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন। গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

সোমবার (২৯ আগস্ট) সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর এ তথ্য জানান।

 

তিনি বলেন, ডা. ফ্লোরা এখনও লাইফসাপোর্টে আছেন। তবে তিনি অনেকটাই সুস্থতার পথে। তার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি জানিয়েছেন, অধ্যাপক ফ্লোরা রাতারাতি স্থিতিশীল হয়ে উঠছেন। রোববার থেকে জাগ্রত অবস্থায় আছেন। তার পেটের চাপও অনেকটা ভালো।

 

উল্লেখ্য, ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা শুরুর সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন ডা. ফ্লোরা। টেলিভিশনে দেশের মানুষের সামনে নিয়মিত কোভিড-সংক্রান্ত পরিস্থিতি নির্দিষ্ট সময়ে অবহিত করার ধারা চালু করেন তিনি।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর