ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৩৭১

এবার অনুমোদন পেল মডার্নার টিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ১৯ ডিসেম্বর ২০২০  

জরুরি ব্যবহারের জন্য শুক্রবার মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটিতে দুটি কোভিড-১৯ টিকা অনুমোদন পেল।

 

এর আগে ফাইজার-বায়োটেকের ভ্যাকসিন অনুমোদন দেয় তারা। এ টিকা ইতোমধ্যে দেশটির জনগণ পেতে শুরু করেছেন।

 

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এ অনুমোদনের মাধ্যমে ৬০ লাখ ডোজ টিকা দেয়ার সুযোগ তৈরি হয়েছে।

 

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) প্রধান স্টিফেন হান বলেন, করোনা প্রতিরোধে এখন দু’টি ভ্যাকসিনের প্রাপ্যতার মধ্য দিয়ে এফডিএ বিশ্ব মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে এ অনুমোদনকে অভিনন্দন জানিয়েছেন।

 

অনুমোদনের পর লাখ লাখ ডোজ টিকা চলতি সপ্তাহান্তে মেম্পিস ও লুইসভিলের কোল্ড স্টোরেজ থেকে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কাজ শুরু হবে। কোম্পানিটি চলতি মাসে দুই কোটি ডোজ টিকা উৎপাদন করেছে।

 

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিউটের সঙ্গে যৌথভাবে মডার্না এ ভ্যাকসিন তৈরি করে। এটি তৈরির জন্য ম্যাসাচুসেটস ভিত্তিক এ জৈবপ্রযুক্তি কোম্পানিকে আড়াইশ কোটি ডালার দেয়া হয়।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিন লাখ ১০ হাজারেরও বেশি লোক মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমিত প্রায় এক লাখ ১৫ হাজার লোক হাসপাতালে ভর্তি রয়েছেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর