ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৯৬

এবার আবেদ আলীর ছেলেকে উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৫ ৯ জুলাই ২০২৪  

সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ডাসার উপজেলা ছাত্রলীগ কমিটির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।

 

মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ অনিক হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিয়ামকে ডাসার উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

অব্যাহতি পত্রে লেখা আছে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় ডাসার উপজেলা ছাত্রলীগ কমিটির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

 

জানা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর