ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬১

এবার ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৩ ৬ ডিসেম্বর ২০২৩  

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সাম্প্রতিক হামলায় জড়িত চরমপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ একটি বিরল ঘটনা।

 

পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরাইলকে কয়েক দফায় সতর্ক করার পর বুধবার ভিসা নিষেধাজ্ঞার এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মূলত অবৈধভাবে বসতি স্থাপনকারী ছাড়াও সহিংসতা চালানো ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

নতুন ভিসা নীতির বিষয়ে বিস্তারিত তথ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।


প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজারের কাছাকাছি দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর