ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯৩

এবার জাপানে ওমিক্রন শনাক্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৮ ১ ডিসেম্বর ২০২১  

জাপানে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছে। দেশটি কোভিড-১৯ সংক্রান্ত সীমান্ত বিধিনিষেধ ঘোষণা করার একদিন পর এ খবর পাওয়া গেল।

 

জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটে বিশ্লেষণের পরে নামিবিয়া থেকে আগত একজন ভ্রমণকারীর দেহে ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয়েছে।

 

তিনি বলেন, এটি জাপানে ওমিক্রন সংক্রমনের প্রথম ঘটনা। সংক্রমিত ব্যক্তির বয়স ত্রিশের কোঠায়। তাকে একটি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

 

বিমানবন্দরে নিয়মিত পরীক্ষাকালে তার দেহে সংক্রমণ শনাক্ত হয়। জাপানে অবতরণ করার পর আগত সব ভ্রমণকারীর করোনা সংক্রমণ সংক্রান্ত পরীক্ষা করা হচ্ছে।

 

জাপানে করোনা আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩০০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। জনসংখ্যার প্রায় ৭৭ শতাংশ সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হয়েছে।

 

এর আগে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানিতে ওমিক্রন শনাক্ত হয়েছে। ওমিক্রন করোনার আগের ধরনগলোর চেয়ে বেশি সংক্রামক।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর