ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৩১

এবার নিঃশ্বাসেই ধরা পড়বে করোনা!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৪ ২৬ অক্টোবর ২০২০  

এবার নিঃশ্বাসেই ধরা পড়বে করোনা! ১ মিনিটেই হদিশ মিলবে প্রাণঘাতী ভাইরাসের। এমনই যন্ত্র আবিষ্কার করেছেন সিঙ্গাপুরের বিজ্ঞানীরা। দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রের সাহায্যে নিঃশ্বাস থেকে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যাবে। 

 

প্রায় ১৮০ জনের ওপর পরীক্ষা করে ৯০ শতাংশ ক্ষেত্রে সাফল্য মিলেছে। কারও শ্বাসের মধ্যে মারণঘাতী ভাইরাস থাকলে তা নিমেষে ধরে ফেলবে এই যন্ত্র।

 

প্রথমে একটি ডিসপোজেবল মাউথপিসের মধ্যে জোরে শ্বাস ছাড়তে হবে। এরপর সেই বায়ু একটি স্পেকট্রোমিটারের মধ্যে চালান করে দেয়া হবে। 

 

বিজ্ঞানীরা জানিয়েছেন, সেই বায়ুতে ভাইরাস রয়েছে কি না তা ১ মিনিটের মধ্যে জানা যাবে। মানুষের শ্বাসের মধ্যে উদ্বায়ী জৈব যৌগ থাকে। সেটা মানবদেহে নানারকম জৈবিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মানবদেহের কোষের মধ্যেও। 

 

এসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন ব্রেথোনিক্সের সিইও ডা. জিয়া ঝুনান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টার্ট-আপ হলো এই ব্রেথোনিক্স।

 

ডা. জিয়া বলেন, বিভিন্ন রোগের ফলে যৌগগুলোতে নির্দিষ্ট পরিবর্তন ঘটে। যার ফলস্বরূপ একজন ব্যক্তির শ্বাসের নমুনায় শনাক্তযোগ্য পরিবর্তন হয়। যেমন-উদ্বায়ী জৈব যৌগগুলোকে কোভিড-১৯ এর মতো রোগের চিহ্নিতকারী হিসেবে পরিমাপ করা যেতে পারে।

 

সংস্থার চিফ অপারেটিং অফিসার ডু ফ্যাং বলেছেন, সিস্টেমটির ডিসপোজেবল মাউথপিসটিতে একমুখী ভালভ ও লালারসের জাল রয়েছে; যা শ্বাস-প্রশ্বাস এবং কোনও লালা মেশিনে প্রবেশ করতে বাধা দেয়।