ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩৯১

মোল্লা কাওসারের বিদায়

এবার পঙ্কজকেও না করে দিলেন শেখ হাসিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৫ ২৪ অক্টোবর ২০১৯  

স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেয়ার পর এবার সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে আসন্ন সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বৃহস্পতিবার তাকে জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকে সংগঠনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই আমাকে বলেছেন পঙ্কজ নাথকে জানানের জন্য, আমি পঙ্কজকে বিষয়টি জানিয়ে দিয়েছি। বলেছি, সম্মেলন প্রস্তুতিসহ সংগঠনের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য।

দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ দেবনাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হন।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছে দুই বার। এর মধ্যে ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে সভাপতি বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ দেবনাথ। এরপর ২০১২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এই সম্মেলনে সভাপতি হন মোল্লা আবু কাওছার।

টানা দ্বিতীয় মেয়াদে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী পঙ্কজ এই পদে আছেন প্রায় ১৭ বছর ধরে। 

ঢাকার বিভিন্ন ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ক্যাসিনো চালানোর বিষয়টি ধরা পড়ার পর তাতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ নেতাদের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে গত মাসের মাঝামাঝি সময়ে।

এর সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ ওঠে আসে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর অনেক নেতার বিরুদ্ধে।
গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবে র‌্যাবের অভিযানে মদ, নগদ টাকা এবং ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া যায়। এই ক্লাবের সভাপতি মোল্লা কাওসারকে বুধবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
তার দুই দিন আগে যুবলীগ চেয়ারম্যানের দায়িত্ব থেকে ওমর ফারুক চৌধুরীও সরিয়ে দেয়া হয়।

স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার কথা।