ঢাকা, ২৮ এপ্রিল সোমবার, ২০২৫ || ১৫ বৈশাখ ১৪৩২
good-food
১২

এবার ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় তাওহিদ হৃদয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:১৯ ২৮ এপ্রিল ২০২৫  

আম্পায়ারের সঙ্গে বিতণ্ডা এবং মাঠে আচরণবিধি ভঙ্গের ঘটনায় টানা আলোচনায় ছিলেন মোহামেডানের ব্যাটার তাওহিদ হৃদয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে শুরু হওয়া নাটকীয়তা শেষ হওয়ার পর আবারও জরিমানার কবলে পড়লেন তিনি।

 

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সুপার লিগের ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। ম্যাচ শেষে তাকে শুনানির জন্য ডাকা হলেও তিনি সেখানে উপস্থিত হননি। এর ফলশ্রুতিতে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি নতুন ডিমেরিট পয়েন্ট এবং ১০ হাজার টাকার জরিমানা।

 

এর আগেই হৃদয়ের সাতটি ডিমেরিট পয়েন্ট ছিল। নতুন করে যুক্ত হওয়া পয়েন্ট মিলিয়ে এখন তার মোট ডিমেরিট দাঁড়িয়েছে আটে। ডিপিএলের নিয়ম অনুযায়ী, ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্ট অর্জিত হলে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই অনুযায়ী, চার ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তাওহিদ হৃদয়।

 

রোববার (২৭ এপ্রিল) সিসিডিএম (সেন্ট্রাল জোন ক্রিকেট কমিটি) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং হৃদয়কে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, আমরা মোহামেডান ও হৃদয়কে চিঠির মাধ্যমে জানিয়েছি। সেখানে ম্যাচ রেফারির দেওয়া সর্বশেষ শাস্তি এবং আগের সাত ডিমেরিট পয়েন্ট মিলিয়ে চার ম্যাচের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। 

 

এই নিষেধাজ্ঞার ফলে চলমান ডিপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে (আবাহনীর বিপক্ষে) মোহামেডানের হয়ে মাঠে নামতে পারবেন না হৃদয়। সেই ম্যাচেই নির্ধারিত হবে এবারের ডিপিএলের চ্যাম্পিয়ন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর