ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১৮৪

এমপি-মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৩ ২৩ আগস্ট ২০২২  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমপি-মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক। প্রধানমন্ত্রী তা করলে আমি সমর্থন দেব। জনগণের বাড়িতে লোডশেডিং হলে এমপি- মন্ত্রীদের নয় কেন?

 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ এ সভা আয়োজন করে।

 

ওবায়দুল কাদের বলেন, এমপি-মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক। প্রধানমন্ত্রী এটি করলে ব্যক্তিগতভাবে সমর্থন দেব। জনগণের বাড়িতে হলে মন্ত্রী-এমপিদের বাসায় কেন হতে পারে না। যেটা যুক্তিযুক্ত সেটাই করা উচিত।

 

মন্ত্রী বলেন, সবাই একটু কৃচ্ছ্রতা সাধন করুন। অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার ঠিক নয়। যারা অতিরিক্ত গাড়ি ব্যবহার করছেন তারা ফিরিয়ে দিন। অতিরিক্ত তেল যারা ব্যবহার করছেন, আর করবেন না।

 

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে অস্থিরতা সৃষ্টি হয়েছে। যার প্রভাব আমাদের ওপর পড়েছে। আমাদের জননেত্রী বারবার বলেন, মানুষের কষ্ট হচ্ছে। দিবা-রাত্রি প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।