ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫ || ২৭ ফাল্গুন ১৪৩১
good-food
৭৭

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ৪ ফেব্রুয়ারি ২০২৫  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

 

আদেশে বলা হয়েছে, এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) মো. আব্দুর রশীদ মিয়াকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলীর ‘চলতি দায়িত্ব’ প্রদান করা হলো।

 

আদেশে পাঁচটি শর্তের কথা বলা হয়েছে। শর্তগুলো হলো : এ চলতি দায়িত্ব সাময়িকভাবে ছয় মাস পর্যন্ত বহাল থাকবে, ছয় মাসের অধিক চলতি দায়িত্ব প্রদানের প্রয়োজন হলে ছয় মাস অতিক্রমের পূর্বে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন গ্রহণ করতে হবে।

 

এ চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। চলতি দায়িত্ব পালনকারী কর্মচারী চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনোরূপ অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না।