ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪৪

এলপিজির দাম কমল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০৯ ৩ অক্টোবর ২০২২  

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের মূল্য নতুন করে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল ১২৩৫ টাকা। সে হিসাবে দর কমেছে ৩৫ টাকা। 

 

এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। তবে সরকারি এলপিজির দর অপরিবর্তিত রাখা হয়েছে। কিন্তু আগের মাসে ১২ কেজি এলপিজির মূল্য ১৬ টাকা বৃদ্ধি পেয়েছিল।

 

রোববার (২ অক্টোবর) বিকেলে এলপিজির এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চুয়াল প্লাটফর্ম জুমে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।


সম্প্রতি কর্তৃপক্ষ নতুনভাবে দর ঠিক করে দিলেও খুচরা বাজারে তা কার্যকর হচ্ছে না। পরিপ্রেক্ষিতে আবদুল জলিল বলেন, এ ব্যাপারে ভোক্তা সরাসরি কমিশনে অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

 

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথম এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে কমিশন।

 

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়।