ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫০৮

এসআই নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১০ ১০ অক্টোবর ২০১৯  

পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানিয়েছেন, বৃহস্পতিবার এ ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের এপ্রিলে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০১৯ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ১৬ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়।

গত ১৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। এরপর গত ১৮ জুন সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা নেয়া হয়।

২০১৯ সালের এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) মাধ্যমে সবাইকে অবহিত করা হবে।

ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র ও নাগরিকত্বের প্রমাণ আনতে হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষার প্রবেশপত্রে নির্দেশিত প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

চাকরি বিভাগের পাঠকপ্রিয় খবর