ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯৩

এসএসসি’র ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৩ ৩০ এপ্রিল ২০২৪  

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে এর মধ্যে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। সোমবার (২৯ এপ্রিল) এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৯, ১০ এবং ১১ মে  এসএসসি পরীক্ষার ফল প্রকাশের একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন প্রকাশ করা হবে।

 

ফল প্রকাশের ক্ষেত্রে ৬০ দিনের একটি বাধ্যবাধকতা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এমন কোন নিয়ম নেই, এটি আসলে গত একযুগ ধরে হয়ে আসছে । প্রধানমন্ত্রী যদি ৬০ দিন বা তার পরে ফল প্রকাশের তারিখ অনুমোদন দেন তাহলে সেদিনই ফল প্রকাশ হবে। ৬০ দিনের মধ্যেই যে হতে হবে এমন কোন কথা নেই।

 

উল্লেখ্য, চলতি বছর ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।