ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৬৭

ওই ৭৩ যুবক বেচতো মাদক, করতো সেবন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১০ ১ ডিসেম্বর ২০২০  

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এবং গোয়েন্দা বিভাগ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৩ হাজার ৬ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন, ৮ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ৫৬ বোতল বিদেশি মদ, ৪৯২ ক্যান বিয়ার এবং ৩৫ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪৫টি মামলা করা হয়েছে।এর মধ্যে যাত্রাবাড়িতে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম।

 

গ্রেফতারকৃতরা হলো মো. জামাল উদ্দিন দিদার (২২), মো. রবিউল হাসান (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৭)। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিক আপ ভ্যান আটক করা হয়।

 

সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার পুনম সিনেমা হলের বিপরীতে মেসার্স জুবায়ের আয়রন স্টোরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে ঢাকায় আসছিল।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর