ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৩

ওডেসা বন্দর ছেড়েছে ইউক্রেনের শস্যবাহী জাহাজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৯ ১ আগস্ট ২০২২  

ইউক্রেনের বন্দর ওদেসা থেকে শস্যবাহী একটি জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা করেছে। সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘রাজোনি’ ওদেসা বন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এই প্রথম ইউক্রেনের বন্দর ছাড়ল কোন শস্যবাহী জাহাজ। তুরস্ক ও ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের  বিবৃতিতে জানানো হয়, রাজোনি নামে জাহাজটিতে ২৬ হাজার টন ভুট্টা রয়েছে। জাহাজটি ১৮ ফেব্রুয়ারি থেকে বন্দরে আটকা পড়েছিল।

ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ জানান, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বন্দর ছেড়েছে রাজোনি। আরও ১৬ টি জাহাজ বন্দর ছাড়ার অপেক্ষায় রয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শস্যবাহী জাহাজটি মঙ্গলবার প্রথমে তুরস্কের ইস্তানবুল বন্দরে পৌঁছাবে। সেখানে জাহাজটিকে পর্যবেক্ষণ করা হবে। এরপর জাহাজটি লেবানন বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর