ঢাকা, ১৩ ডিসেম্বর শুক্রবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫৫

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন কোহলি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫০ ১৫ নভেম্বর ২০২৩  

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিরাট কোহলি । এক ম্যাচ আগেই ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেন। বুধবার (১৫ মার্চ) সেমিফাইনালে বিশ্বকাপে করা শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন ভারতের সাবেক অধিনায়ক।

 

একই সঙ্গে ৫০ সেঞ্চুরি করে ওয়ানডেতে করা শচীনের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের মালিক কোহলি। মাঠে নামার আগে শচীনকে ছাড়াতে কোহলির প্রয়োজন ছিল ৮০ রান। নিউজিল্যান্ডের স্পিনার গ্লেন ফিলিপসের করা ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে বিশ্বকাপের নির্দিষ্ট আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন।

 

২০০৩ বিশ্বকাপে ব্যাট হাতে ১১ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬৭৩ রান করেন শচীন। এর ২০ বছর পর এই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। কোহলি একে ওঠায় তিন নম্বরে নেমে গেছেন একই আসরে ৪৬৫ রান করা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 

 

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোহলি সংগ্রহ ২ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬৭৪ রান। ৫৯১ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর