ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৬৭

করোনা: ইতালিতে সোমবার থেকে স্কুল, দোকানপাট, রেস্তোরাঁ বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৩ ১৩ মার্চ ২০২১  

ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এপ্রেক্ষিতে সোমবার থেকে  দোকানপাট, রেস্তোরাঁ, স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির বেশির ভাগ অংশে এই নির্দেশ কার্যকর হবে। প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি  নতুন করে করোনা ভাইরাসের বিস্তার নিয়েদেশবাসীকে সতর্ক করেছেন । এর ফলে ইস্টার উপলক্ষে ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পুরোপুরি লকডাউন থাকবে ইতালি।  খবর: অনলাইন বিবিসি। 

 

এক বছর আগে প্রথম জাতীয় পর্যায়ে লকডাউন আরোপ করেছিল ইতালি। তারা আবারও দ্রুত করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে সেই অবস্থার দিকে যাচ্ছে।   ইতালিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গিয়েছেন কমপক্ষে এক লাখ মানুষ। বৃটেনের পরে ইউরোপের মধ্যে এ দেশটিতেই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেছে।  

 

টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে বিলম্বের কারণে। একই অবস্থা ইউরোপিয়ান ইউনিয়নের অন্য স্থানে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার কাছে পাঠানো অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ টিকা রপ্তানি ব্লক করে দিয়েছে ইতালি। স্থানীয় পর্যায়ে টিকা স্বল্পতার সমাধান করার জন্য এ উদ্যোগ নেয়া হয়। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর