ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৭৫৮

করোনা: কুয়েতে জামায়াতে নামাজ নিষিদ্ধ, আজানে পরিবর্তন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০২ ১৩ মার্চ ২০২০  

 কুয়েতের সকল মসজিদে জামাতবদ্ধ হয়ে নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ ও জুমার নামাজ পড়া আপাতত স্থগিত করেছে সে দেশের সরকার।

শুক্রবার (১৩ মার্চ) কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগ এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, করোনা মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুক্রবার থেকেই মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা নামাজ ও পাঞ্জেগানা নামাজ পড়া স্থগিত করা হলো। করোনা ভাইরাস রোধে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

করোনা ভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আদেশে দেশের সকল নাগরিকদের আপাতত যার যার বাসায় নামাজ পড়তে বলা হয়েছে।

মসজিদগুলো থেকেও ঘরে বসেই নামাজ আদায়ের জন্য আহ্বান জানানো হচ্ছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে এরইমধ্যে শতাধিক ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটির আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় শুক্রবারের জুমার নামাজসহ সব ধরনের জামাতে নামাজ আদায় স্থগিত করেছে।

দেশটির মুয়াজ্জিনরা আজান-এ কিছুটা পরিবর্তন এনেছেন জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ‘হায়া আলা আল-সালাহ’ (নামাজের জন্য এসো) এর জায়গায় ‘আল সালাতু ফি বুয়ুতিকুম’ (ঘরে নামাজ আদায় কর) বলছেন তারা।

জামাতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞার পরেও মুয়াজ্জিনরা মসজিদের মাইকে ঘরে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে যাবেন।

এই আজানের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেও গালফ নিউজ জানিয়েছে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর