ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
২২৪

করোনা: ঘর জীবাণুমুক্ত করুন ঘরোয়া উপায়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩১ ৯ এপ্রিল ২০২১  

করোনা আতঙ্কে ঘর জীবাণুমুক্ত করার বিষয়ে সচেতনতা বেড়েছে। বাজারের নামীদামি ফিনাইল বা জীবাণুনাশক ব্যবহার করছেন অনেকেই। কিন্তু এসব রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া কিছু উপাদান দিয়ে পরিষ্কার করা যায় ঘর। দেখে নেওয়া যাক সেগুলো-


সাদা ভিনিগার
অ্যাসিড হিসেবে রান্নায় ব্যবহার করা হয় এটি। কড়া অ্যাসিড বলেই জীবাণুনাশক হিসেবে এর ব্যবহার করা যেতে পারে। এছাড়া চটচটে ময়লা তুলে ফেলতে পারে ভিনিগার।


ভদকা
ঠিকই পড়েছেন! পানীয় হিসেবে যেমন অতুলনীয় এটি, তেমনই জীবাণু সাফ করতেও এর জুড়ি মেলা ভার। এতে প্রায় ৪০ শতাংশ ঘনত্বের অ্যালকোহল থাকে। ফলে জীবাণু তো বটেই খুব কড়া দাগও মুছে ফেলতে পারে। এমনকি কভারের কাপড়ের পুরনো বোটকা গন্ধও দূর করতে পারে ভদকা।


লেবু রস
করোনা আতঙ্কের পর থেকে অনেকেই সকালে লেবুর পানি খেতে শুরু করেছেন। কিন্তু পাশাপাশি লেবুর অন্য গুণও আছে।িএর রস জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া ধাতব জিনিস লেবু দিয়ে পরিষ্কার করলে সেগুলো উজ্জ্বল হয়।


বাষ্প
ঘরে জলীয় বাষ্প তৈরি করা গেলেও, এর কারণে জীবাণুর উৎপাত কমতে পারে। অনেকেই এই পদ্ধতিতে ঘর জীবাণুমুক্ত করেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর