ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫০

করোনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্ট চালু শিগগির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ২৪ আগস্ট ২০২০  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে শিগগির অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আনার বিষয়ে সব দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যে দেশে সাশ্রয়ী পাওয়া যাবে সেদেশ থেকে দ্রুত টিকা আনা হবে।

জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি বেশ ভালো। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘর থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভালো হচ্ছেন। ফলে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

তিনি বলেন, করোনার র্যাপিড টেস্ট করার কোনো সিদ্ধান্ত নেই। তবে এখন থেকে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। তবে কোনো অ্যান্টিবডি টেস্ট করা হবে না।

মন্ত্রী বলেন, মাস্ক ব্যবহার খুবই জরুরি। এটি ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব। করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসা চলতি মাসেই বিভিন্ন হাসপাতালে নন-কোভিড হিসেবে নির্ধারণ করা হবে।