ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫১৫

করোনা ভাইরাস হয়েছে সন্দেহ হলে যা যা করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০১ ৭ মার্চ ২০২০  

করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। তো তাতে আক্রান্ত হয়েছেন-এমন সন্দেহ হলে প্রাথমিকভাবে কী করবেন? যা যা করতে হবে জেনে নিন। যেসব জানাও জরুরি।
অসুস্থদের একা সরাসরি হাসপাতালে যেতে নিষেধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কারণ, একা গেলে সেখানে থাকা অন্যান্য রোগীর শরীরেও এ ভাইরাস প্রবেশ করার আশঙ্কা তৈরি হবে।
তা হলে কী করবেন? রইল সেসবের তালিকা।
• জ্বর-সর্দি-কাশি ও অন্যান্য উপসর্গ শরীরে দেখা দেয়ার পর নানা ওষুধেও অনেক দিন না সারলে তখন তা ভাবনার বিষয়। এটি সাধারণ ফ্লু নাকি করোনা ভাইরাস গ্রুপের কোভিড-১৯ তা বোঝা যায় পলিমারেস চেন রিঅ্যাকশন (পিএসআর) পরীক্ষার মাধ্যমে। তাই ওষুধ খাওয়ার পরও অসুস্থতা না কমলে চিকিৎসককে জানিয়ে রাখুন। 
• এরপর বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর চালু করা হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের অবস্থা জানান। জরুরি ভিত্তিতে চিকিৎসা বিষয়ক সহায়তার জন্য চারটি হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ তারা। এসব নম্বর হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫।
• খবর পেলেই নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বে থাকা মে়ডিক্যাল অফিসার আপনার কাছে আসবেন এবং অবস্থা বুঝে অন্যত্র চিকিৎসার জন্য পাঠাবেন। তিনিই শরীরের অবস্থা দেখে ঠিক করবেন, এ মুহূর্তে কেমন চিকিৎসা আপনার প্রয়োজন।
• সাধারণ অ্যাম্বুলেন্স নয়, সরকারের পক্ষে পাঠানো অ্যাম্বুলেন্সেই রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
• সেখানে স্যাম্পল (নমুনা) টেস্ট করার পর করোনায় আক্রান্ত কি-না বোঝা যাবে। অসুখ ধরা পড়লে শরীরের অবস্থা বুঝে চিকিৎসকরাই ঠিক করবেন রোগীকে হাসপাতালে রাখা হবে নাকি বাড়িতে রেখেই চালানো যাবে চিকিৎসা।
• অসুখ ধরা পড়ার পর অন্তত ১৪ দিন বিশ্রাম নিতে হবে এবং প্রয়োজনীয় ওষুধপত্র খেতে হবে। চলতে হবে চিকিৎসকের পরামর্শ মতো।