ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১৯

করোনা ভাইরাসের কারণে কমছে আইফোনের সরবরাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৭ ১৯ ফেব্রুয়ারি ২০২০  

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল মার্চের দ্বিতীয়ার্ধে যে পরিমাণ রাজস্ব পাওয়ার ঘোষণা দিয়েছিল করোনা ভাইরাসের কারণে তা আর পাচ্ছে না। মার্কিন কোম্পানিটি সতর্ক করে দিয়ে বলেছে, বিশ্বব্যাপী আইফোনের জোগানেও এর প্রভাব পড়বে।
চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বর্তমানে ২ হাজার ছাড়িয়েছে। মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে গত ডিসেম্বরে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।  বর্তমানে সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার।
করোনার কারণে বিশ্বজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির আশংকা তৈরি হয়েছে। এছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞাসহ বড় ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক ইভেন্টসমূহও বাতিল করা হয়েছে।
অ্যাপল বিবৃতিতে বলেছে, আমরা যতটুকু আশা করছিলাম, স্বাভাবিক অবস্থায় ফেরার গতি সেটার চেয়ে অনেক ধীর। এর ফলে আমরা মার্চের দ্বিতীয়ার্ধে যে পরিমাণ রাজস্ব পাব বলে অনুমান করেছিলাম তা পূরণ হচ্ছে না।
কোম্পানিটি বলছে, বিশ্বব্যাপী আইফোন সরবরাহও কমে যাবে। কারণ, এর উৎপাদন অংশীদার চীন ভাইরাসজনিত কারণে কাজ বন্ধ করে দিয়েছিল। পরে অত্যন্ত ধীরে পুনরায় কাজ শুরু করছে।
অ্যাপল পূর্বাভাস দিয়েছিল, মার্চের দ্বিতীয় কোয়ার্টারে ৬৩ থেকে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায়ে সক্ষম হবে। কিন্তু সেটা আর হচ্ছে না।