ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬৮

করোনা মোকাবেলায় ১২,০০০ ধনীর ওপর করারোপ আর্জেন্টিনার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ৫ ডিসেম্বর ২০২০  

করোনা মোকাবেলায় ১২,০০০ ধনীর ওপর বিশেষ কর আরোপ করেছে আর্জেন্টিনা। শুক্রবার (৪ ডিসেম্বর, ২০২০) দেশটির সিনেটে তা পাস হয়েছে। চিকিৎসা সরঞ্জাম কিনতে এবং দেশের দরিদ্র মানুষকে ত্রাণ ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা করতে এ উদ্যোগ নেয়া হলো।

 

ইউটিউবে সরাসরি এ অধিবেশন সম্প্রচারিত হয়। দীর্ঘ মেরুকরণ বিতর্কের এ আইনে সই করেন সদস্যরা। এর পক্ষে ৪২টি এবং বিপক্ষে ২৬টি ভোট পড়ে।

 

আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ আশা করেন, এর মাধ্যমে ৩০০ বিলিয়ন পেসো সংগৃহীত হবে।

 

এর আগে আইনটি চেম্বার অব ডেপুটিতে পাস হয়। সেসময় পক্ষে ১৩৩ এবং বিপক্ষে ১১৫টি ভোট পড়ে। ওই সময়ই বোঝা যাচ্ছিল বিলটি পাস হতে যাচ্ছে।

 

৪ কোটি ৪০ লাখ জনগণের দেশ আর্জেন্টিনা করোনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। দেশটির ১৪ লাখেরও বেশি মানুষের প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন সাড়ে ৩৯ হাজার জন।

 

মহামারিতে আর্জেন্টিনায় ব্যাপকভাবে বেকারত্ব ও দারিদ্রের হার বেড়েছে। ২০১৮ সাল থেকে দেশটিতে মন্দা বিরাজ করছে। সেখানকার সরকারের ঋণও বৃদ্ধি পেয়েছে।

 

নতুন প্রকল্পের আওতায় (যাকে বলা হচ্ছে ‘মিলিয়নিয়র ট্যাক্স’) যাদের সম্পদ ২০০ মিলিয়ন পেসোর বেশি, তাদের সেটার ওপর কর দিতে হবে। সেসব লোককে দেশের সম্পদের ওপর ৩.৫ শতাংশ এবং বিদেশের সম্পদের ওপর ৫.২৫ প্রগ্রেসিভ হারে কর পরিশোধ করতে হবে। সর্বমোট করদাতাদের যা শূন্য দশমিক ৮ শতাংশ।

 

এএফপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ওই অর্থের ২০ শতাংশ চিকিৎসায়, ২০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়, ২০ শতাংশ শিক্ষার্থীদের বৃত্তি, ১৫ শতাংশ সামাজিক উন্নয়ন এবং বাকি ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস ক্রয়ে ব্যয় হবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর