ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৯৯

করোনা রোগী সন্দেহে মা’কে গ্রামছাড়া করলো ২ ছেলে!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৪৩ ১৫ এপ্রিল ২০২০  

সুনামগঞ্জের শাল্লা উপজেলা করোনা রোগী সন্দেহে অমৃতবালা দাসকে (৯০) নামের এক বৃদ্ধাকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে তার দুই ছেলে যোগেশ দাস ও রণধীর দাসের বিরুদ্ধে।


 
গেল ১২ এপ্রিল মা অমৃতবালাকে বাড়ি থেকে বের করে দেন দুই ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত অক্ষয় দাসের স্ত্রী।

 

অমৃতবালা দাস বলেন, ‘ঢাকা থাইক্ক্যা কেডা আইছে, আর এরা কয় - আমি বুঝি এরার বাড়িত গেছি। এর লাগি আমারে করোনা কইয়া বাইর কইরা দিছে। আমার নাকি করোনা হইছে।’


স্থানীয়রা জানান, নিয়ামতপুর গ্রামে সম্প্রতি ঢাকা থেকে পরিবার নিয়ে গ্রামে আসেন অমরচাঁদ দাস। তারা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ১২ এপ্রিল কে বা কারা গুজব ছড়ায় ওই বৃদ্ধা নারী তাদের বাড়ি গিয়ে চা পান করেছেন। তারপর থেকেই তার ছেলেরা ও পাড়া প্রতিবেশী তাকে গ্রাম ছাড়া করে।

 

পরে সামাজিক ও প্রশাসনিক চাপের মুখে ছেলেরা অবশেষে মায়ের দায়িত্ব নিয়েছেন।

 

জানা গেছে, ওই ইউনিয়নের মহিলা মেম্বার জ্যোৎস্না রাণী দাসের কথাও শোনেনি ছেলেরা। পরে বুধবার (১৪ এপ্রিল) ওই নারী ২নং ওয়ার্ড সদস্য সুব্রত সরকারের কাছে যান।

 

এ বিষয়ে ২নং ওয়ার্ড সদস্য সুব্রত সরকার বলেন, ঘটনাটি অমানবিক। আমি খোঁজ খবর নিচ্ছি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন জানান, আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করেছি এবং তার কাছে ত্রাণ পৌঁছে দেয়া হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠাবেন।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর