ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩০৮

করোনাভাইরাস বায়ুবাহিত সংক্রমণ!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৫ ৭ জুলাই ২০২০  

নভেল করোনাভাইরাস এয়ার ড্রপলেটের মাধ্যমে বাতাসে ভেসে বেড়াতে এবং সম্ভবত সেভাবেই স্থানান্তরিত হতে পারে বলে জানিয়েছে একদল আন্তর্জাতিক বিশেষজ্ঞ। দলটি গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্য স্বাস্থ্য সংস্থাগুলোর প্রতি একটি উন্মুক্ত চিঠি প্রকাশের পরিকল্পনা করেছে এবং কীভাবে বাতাসের মাধ্যমে ভাইরাসটি সংক্রমিত করতে পারে, তা ব্যাখ্যা করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে জানাতে চেয়েছে। চিঠিটিতে বিশ্বজুড়ে ২৩৯ জন বিজ্ঞানী স্বাক্ষর করেছেন।

এটা কোনো গোপন বিষয় নয়, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কয়েক মাস ধরে সতর্ক করে আসছেন যে ভাইরাসটি কীভাবে ড্রপলেটের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে সংস্থাগুলো ভাইরাসটির বায়ুবাহিত প্রকৃতি সম্পর্কে কথা বলতে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন গবেষণাটির সহযোগী এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডোনাল্ড মিল্টন।

মিল্টন সিএনএনকে বলেন, ভাইরাসটির সংক্রমণে বায়ুবাহিত শব্দটি ভারী বলে মনে হচ্ছে। আমরা আশা করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বায়ুবাহিত সংক্রমণ বলতে চায় বা না চায়, অন্তত এ বিষয়ে গুরুত্ব দেবে।

কথা বলা বা নিশ্বাসের মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তির মুখ থেকে ড্রপলেট বা পানির ছোট ফোঁটাগুলো বাতাসে ভেসে থাকতে পারে এবং বড় ফোঁটাগুলো পৃষ্ঠতলে পড়ে যায়। কেউ যদি ওই পৃষ্ঠতল স্পর্শ করে এবং সেই হাত দিয়ে নিজের নাক ও মুখ স্পর্শ করে তাহলে ভাইরাসটি তাকে সংক্রমিত করতে পারে। এছাড়া বাতাসে ভেসে থাকা ড্রপলেটগুলোর সংস্পর্শে এলেও মানুষ সংক্রমিত হতে পারে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর