ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
১০০৪

করোনামুক্ত ট্রাম্প, যোগ দিচ্ছেন নির্বাচনী জনসভায়!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৯ ৯ অক্টোবর ২০২০  

করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো নির্বাচনী জনসভায় যোগ দেয়ার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। 

 

আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব সিয়ান হ্যান্নিটির সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছি আমি। শনিবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দেয়ার চেষ্টা করব।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে ওই দিন রাতে নির্বাচনী সমাবেশ করব। আমি ফ্লোরিডায় সমাবেশে যোগ দিতে চাই।

 

তিনি বলেন, রোববার আমি পেনসিলভানিয়ায় আরেকটি সমাবেশে যোগ দিতে চাই। এ মুহূর্তে শারীরিকভাবে সুস্থ অনুভব করছি।

 

ট্রাম্প বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে নির্বাচনী সমাবেশে পুনরায় যোগ দিতে পারব বলে আমাকে সবুজ সংকেত দিয়েছেন আমার চিকিৎসক। আমার স্ত্রী তথা ফার্স্ট লেডি মেলানিয়াও এ ভাইরাস থেকে ধীরে ধীরে সেরে উঠছেন।

সাক্ষাৎকার বিভাগের পাঠকপ্রিয় খবর