ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৬১

করোনার ভ্যাকসিন আবিষ্কারের নেপথ্যে মুসলিম দম্পতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৬ ১২ নভেম্বর ২০২০  

আশা জাগিয়েছে, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার এবং জার্মান সংস্থা বায়োটেক। গেল সোমবার তারা দাবি করেছে, তাদের তৈরি টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০% কার্যকর। 

 

এটি তৈরিতে নিরলস পরিশ্রম করেছেন উগুর শাহিন ও ওজলেম তুরেসি দম্পতি। চরম ক্রান্তিকালে বিশ্ববাসীকে আশার আলো দেখাচ্ছেন তারা।

 

জার্মানির মেন্জ-এ বায়োটেক’র সহপ্রতিষ্ঠাতা উগুর-ওজলেম। ২০০৮ সালে অস্ট্রিয়ার ক্যানসার বিশেষজ্ঞ ক্রিস্টোফ হুবেরের সঙ্গে প্রতিষ্ঠানটি তৈরি করেন এই মুসলিম দম্পতি। 

 

বিস্ময়কর হলেও সত্যি, এটি আগে কখনও বাজারে কোনো ভ্যাকসিন আনেনি। কিন্তু এখন তাদের কর্মপ্রয়াসই কোভিড-১৯ মুক্তির আশা জাগাচ্ছে গোটা বিশ্বকে।

 

জন্মসূত্রে উগুর ও তুরেসি তুর্কি। শৈশব থেকেই মেডিসিন নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখেন উগুর। লেখাপড়া শেষে কোলঙের একটি হাসপাতালে যোগদান করেন তিনি। 

 

সেখানে কাজ করার সময় তুরেসির সঙ্গে সাক্ষাৎ হয় তার। পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন।

 

উভয়েরই স্বপ্ন ছিল ক্যানসার নিয়ে গবেষণা করা। এর চিকিৎসায় ইমিউনোথেরাপি নিয়ে এখনও কাজ চালাচ্ছেন তারা।

 

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ছড়াতে শুরু করলে টিকা তৈরির প্রতিযোগিতায় নেমে পড়ে বায়োটেক। সঙ্গে যোগ দেয় অন্যতম মার্কিন অঙ্গরাজ্য নিউইয়র্ক ভিত্তিক কোম্পানি ফাইজার। তাতে নেপথ্য ভূমিকা পালন করেন উগুর-তুরেসি।

 

তবে এই টিকা বাজারে আসতে এখনও বেশ দেরি রয়েছে। আগামী বছরের মাঝামাঝিতে আসতে পারে এটি। আপাতত সেই আশায় বুঁদ বিশ্ববাসী।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর