ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
২৭২

করোনার সংক্রমণ না ছড়ানোর জন্য যা করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৫ ৬ এপ্রিল ২০২১  

করোনা আবার বাড়ছে। সঙ্গে বাড়ছে তা নিয়ে চিন্তা। এসময়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। ভাইরাস যাতে কারও মধ্যে না ছড়ায়, তা-ও দেখতে হবে। যতটা সম্ভব নিজে সাবধান থাকা জরুরি। বিশেষ করে যখন ভিড়ের মধ্যে থাকতে হবে, সেসময়ে আরও ভেবেচিন্তে চলা প্রয়োজন।


কীভাবে চলতে হবে এসময়ে? কখন পরতে হবে মাস্ক? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যেমন বলে দিয়েছে, যেসব এলাকায় সংক্রমণের প্রকোপ বেশি সেখানে মাস্ক খোলাই যাবে না। আর যদি কোনও জায়গায় ভিড় বেশি হয়, সেখানেও মাস্ক খুব জরুরি। অনেক ক্ষেত্রে বোঝা যায় না কতটা রোগমুক্ত চারপাশ। কোনও সন্দেহ থাকলে এসময়ে মাস্ক পরে থাকাই ভালো।


আর কী কী করতে হবে?
• বারবার হাত পরিষ্কার করা দরকার
• যেখানে সাবান নেই, সেখানে স্যানিটাইজার রাখতে হবে সর্বক্ষণ
• মাস্ক পরে থাকলেও আশপাশের মানুষের খুব কাছ ঘেঁষে বসার দরকার নেই

 

• শপিং মল, মন্দির, সিনেমা হলে গেলে মাস্ক একেবারেই খোলা চলবে না
• শরীর একটুও খারাপ লাগলে বাড়ি থেকে না বেরোনোই উচিত
এমন কিছু দিকে খেয়াল থাকলে খানিকটা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে সংক্রমণ ছড়ানোর গতি।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর