ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬৪

করোনায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনা প্যাকেজ ‘লজ্জাজনক’: ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৭ ২৩ ডিসেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে দুর্দশাগ্রস্তদের সহায়তায় কংগ্রেসে পাস হওয়া প্রণোদনা প্যাকেজকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশিদের জন্য সাহায্য কমিয়ে আমেরিকানদের জন্য অর্থ বরাদ্দ বাড়াতে মার্কিন আইনসভার প্রতি আহবান জানিয়েছেন তিনি। 

 

৯০০ বিলিয়ন ডলারের উদ্দীপনা প্যাকেজের সংশোধন চেয়েছেন ট্রাম্প। শিগগির কংগ্রেস এ থেকে অপ্রয়োজনীয়, অযাচিত ও অপব্যয়ের খাতগুলো বাদ দিয়ে যুতসই বিল না পাঠালে তাতে সই করবেন না হুমকি দিয়েছেন তিনি।

 

প্রণোদনা প্যাকেজে প্রত্যেক আমেরিকানকে এককালীন ৬০০ ডলার করে দেয়ার কথা বলা হয়েছে। তবে এটি বাড়িয়ে ২০০০ ডলার করার প্রস্তাব করেছেন ট্রাম্প। এ নিয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে নিজের ভেরিফায়েড টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করেন তিনি। তাতেই এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

 

গেল সোমবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের কয়েক ঘণ্টা পর উচ্চকক্ষ সিনেটেও প্রণোদনা প্যাকেজটি পাস হয়। পরে কংগ্রেসেও অনুমোদন পায়। এখন ট্রাম্প তাতে সই করলেই সেটি আইনে পরিণত হবে এবং বাস্তবায়ন শুরু হবে। কিন্তু বেঁকে বসলেন তিনি।

 

এ বিলে কোভিড-১৯ টিকা কিনতে এবং প্রাণঘাতী ভাইরাসের নমুনা পরীক্ষায় ২০ বিলিয়ন ডলার করে বরাদ্দ রাখা হয়েছে। ভ্যাকসিন বণ্টনের জন্য রাখা হয়েছে ৮ বিলিয়ন ডলার। 

 

এ উদ্দীপনা প্যাকেজের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবে ৮২ বিলিয়ন ডলার। শিশুদের যত্নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর জন্য রয়েছে ১০ বিলিয়ন ডলার। সেই সঙ্গে শিশুর পুষ্টি খাদ্যে ব্যয় ধরা হয়েছে ১৩ বিলিয়ন ডলার। 

 

এছাড়া দেশজুড়ে নিশ্ছিদ্র ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা চালু রাখতে ৭ বিলিয়ন ডলার ব্যয় হবে। পরিবহণ ও যোগাযোগ খাতের জন্য বরাদ্দ রয়েছে ৪৫ বিলিয়ন ডলার। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর