ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৫২৭

করোনায় মারা গেলেন জনপ্রিয় মডেল ডা. আবুল মোকারিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৯ ১৪ মে ২০২০  

 ‘অযথা বাড়তি খরচ কেন করবেন?’ একটি বিজ্ঞাপনে চিকিৎসকের বেশেই হাজির হয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সেই মডেল ও চিকিৎসক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন।

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কাস্টমার কেয়ারের তথ্য কর্মকর্তা মো. মাহবুব গণমাধ্যমকে নিশ্চিত করেন। আবুল মোকারিমের ছেলে নেহাল সাদাব অপূর্ব একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার বাবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার সিএমএইচ-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ডা. আবুল মোকারিম একজন মুক্তিযোদ্ধা ও শিক্ষক ছিলেন। এছাড়া ইবনে সিনা ট্রাস্টের চীফ রেডিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন ডা. আবুল মোকারিম।

নব্বই দশকের ডা. আবুল মোকারিমের মুখে ডাইলগটি ব্যপক পরিচিত করে তুলেছিলো তাকে। টেলিভিশনের পর্দায় দেখা মানুষটা যে অভিনেতা নন, চিকিৎসক সেটা অনেকেরই জানা ছিল না। বিজ্ঞাপনের মডেল হিসেবে জনপ্রিয় হন তিনি।

তবে খুব বেশি বিজ্ঞাপনের মডেল হননি তিনি। হাতে গুণে অল্প কিছু কাজ করেই পরিচিতি পেয়েছিলেন এই চিকিৎসক।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর