ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮১৮

করোনায় সাবেক প্রতিমন্ত্রী আনোয়ারুল কবিরের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৯ ১১ মে ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার (৭৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্না‌ লিল্লা‌হি...রা‌জিউন)।  তিনি বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের এই সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

রোববার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার চাচাত ভাই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার। তিনি ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে জামালপুর-৪ সরিষাবাড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দিয়েছিলেন।  সম্প্রতি তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন।।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর