ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৪৪৮

কর্মস্থলে যোগ দিয়েই ঘুষ গ্রহণ, সরকারি কর্মকর্তা আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৯ ১৮ জুলাই ২০২৩  

চাকরি পাওয়ার পর কর্মস্থলে যোগদান করেই ঘুষ নিচ্ছিলেন সরকারি এক কর্মকর্তা। কিন্তু শেষরক্ষা হলো না। ঘুষ নেয়া অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন ওই কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে।

 

ঝাড়খণ্ডের সমবায় বিভাগের ওই কর্মকর্তার নাম মিতালি শর্মা। চাকরি পাওয়ার পর সম্প্রতি রাজ্যের কোদেরমা প্রশাসনিক এলাকায় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। খবর: ইকনোমিক টাইম 

 

সম্প্রতি স্থানীয় একটি সংগঠনের কাছ থেকে ঘুষ নেয়ার সময় তাকে আটক করেন দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) কর্মকর্তারা। গত সপ্তাহে (৭ জুলাই) তার নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত মাত্র ৮ মাস চাকরি করেছেন তিনি। এই নারী কর্মকর্তার ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

এই নারী কর্মকর্তার গ্রেফতার বিষয়ে এক দুর্নীতি দমন কর্মকর্তা বলেন, সম্প্রতি তিনি কোদেরমায় সমবায় অফিসে এক আকস্মিক পরিদর্শনকালে বেশ কিছু অনিয়ম দেখতে পান। এরপর এসিবির একটি দল মিতালিকে একটি ১০ হাজার রুপি ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করেন।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর