ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৭৯

কলার খোসা যেসব কাজে আসে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৫ ২৭ জানুয়ারি ২০২১  

কলা খাওয়ার পর আমরা খোসা ফেলে দিয়ে থাকি। কিন্তু কলার খোসা কাজে লাগানো যায় নানানভাবে। জেনে নিন ঘরোয়া কাজে কলার খোসার কিছু ব্যবহার।

 

রূপার গয়না চকচকে করতে


অনেকদিন ধরে রূপার গয়না অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে তা ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। কলার খোসা পেস্ট করে খানিকটা পানি মিশিয়ে পাতলা করে নিন। মিশ্রণটি দিয়ে গয়না পরিষ্কার করে নিন। আগের মতো চকচকে হয়ে যাবে।

 

মাটির উর্বরতা বাড়াতে


খুব ভালো সার হিসেবে কাজ করে কলার খোসা। কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিন। সেগুলো মাটির নিচে পুঁতে দিন। খোসা থেকে মিথেন গ্যাস তৈরি হয়, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। গাছের আশপাশে কলার খোসা লাগিয়ে রাখুন। খোসা থেকে মাটি তৈরি হবে, যে মাটিতে থাকবে পরিপোষক পদার্থ। এছাড়া কলার খোসা সারারাত পানিতে ভিজিয়ে রেখে পানিটুকু দিন গাছে। গাছ দ্রুত বাড়বে।

 

জুতা চকচকে করতে

জুতা পালিশ করতেও দারুণ কাজে আসে কলার খোসা। এক টুকরো কলার খোসা চামড়ার জুতার ওপর ভালো করে ঘষুন। চকচকে হবে জুতা।

 

মাংস নরম করতে
মাংস রান্নার আগে কলার খোসার কুচি দিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। মাংস নরম হয়ে যাবে দ্রুত।

 

ব্রণ দূর করতে

ব্রণের সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন কলার খোসা। কলার খোসার ভেতরের অংশটি দিয়ে ব্রণের ওপর ঘষলে উপকার পাবেন। 

 

মসৃণ ত্বক

শুষ্ক আর খসখসে ত্বকে কলার খোসার ভেতরের অংশ লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তার পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ লাগছে।

 

ঝকঝকে সাদা দাঁত

ঝকঝকে সাদা দাঁত পেতে কলার খোসার ভেতরের অংশ ব্যবহার করতে পারেন। খোসা দাঁতে ঘষতে থাকুন ২ মিনিট ধরে। ৫ মিনিট অপেক্ষা করে এর পর নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন। মাত্র ৭ দিনেই পাবেন সাদা দাঁত।