ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২৮৮

কাঁকড়া শিকারের অপরাধে দুজনকে জরিমানা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৬ ৯ জানুয়ারি ২০২২  

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কাঁকড়া শিকারের অপরাধে মো. রবিউল শেখ (৩২) ও মো. শাহজাহান শেখ (৪১) নামের দুই জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়েছে।

 

রোববার (৯ জানুয়ারি) ভোরে জেলার মোংলা উপজেলার পশুর ও মোংলা নদীর ত্রিমোহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এসময় কাঁকড়া আহরণে ব্যবহৃত একটি নৌকা ও আহরিত বেশ কিছু কাঁকড়া জব্দ করে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই জেলেকে ১ হাজার টাকা জরিমানা ও কাঁকড়াগুলোকে বনে ছেড়ে দিতে বলা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এই আদেশ দেন।
অর্থদন্ডপ্রাপ্তরা মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের সোনাইলতলা গ্রামে।

 

মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. শরিফ হোসেন বলেন, ভোরে নিয়মমিত টহলের সময় পশুর ও মোংলা নদীর ত্রিমোহনা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি নৌকা ও ৩৫ কেজি কাঁকড়া জব্দ করা হয়।

 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বনসংরক্ষক মো. এনামুল হক জানান, ভ্রাম্যমাণ আদালত আটক দুই জেলেকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কাকড়াগুলোকে বনের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে নিষেধাজ্ঞার সময় বনের অভ্যন্তরে জেলেদের বিষয়ে বনরক্ষীদের আরও বেশি সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সুন্দরবনের অভ্যন্তরে কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর