ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৭৭

কাগজের কাপে চা পানে মারাত্মক ক্ষতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪২ ৪ ডিসেম্বর ২০২০  

কাগজের কাপে নিয়মিত চা পান করেন? এখনই সাবধান হয়ে যান। এই অভ্যাস শরীরের মারাত্মক ক্ষতি করে।

 

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কাগজের কাপে প্রতিদিন তিনবার চা পান করলে শরীরে ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিক কণা প্রবেশ করে।

 

আইআইটি খড়গপুরে হওয়া এই গবেষণায় পাওয়া গেছে, কাগজের কাপ তৈরিতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার করা হয়। সেই কাপে চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকারক। 

 

প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল জানিয়েছেন, কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এর পরই প্লাস্টিকের কণা চা’য়ে মিশতে থাকে।

 

তিনি আরও বলেন, কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম পানি বা চা, কোনোটাই তাই কাগজের কাপে খাওয়া উচিত নয়।