ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৪

কাদের, কামালের ওপর নিষেধাজ্ঞা দিতে ৬ মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৩ ১০ আগস্ট ২০২৪  

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের ধারাবাহিকতায় গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষমতাচ্যুত দুই মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ছয় সদস্য।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী ইয়েলেনের কাছে লেখা এক চিঠিতে তাঁরা এই আহ্বান জানান। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান আইনপ্রণেতারা।


কংগ্রেস সদস্যরা বলেন, বিক্ষোভের সময় বেশির ভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী—পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের ওপর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের’ ওপর হামলা করতে পাঠান এবং ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশ দেন তিনি।

 

গত বুধবার লেখা ওই চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা স্বাক্ষর করেছেন। তাঁরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর