ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫১৫

কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২২ ৫ মার্চ ২০১৯  

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। সেখানে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসার রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে আনার সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাতে পাঁচজন চিকিৎসক আছেন। সকালে তারা বৈঠকে বসেন। তারা বলেছেন, কাদেরকে বাংলাদেশে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। তবে কিডনিতে কিছুটা সমস্যা আছে। ইনফেকশনও আছে। আগে এসব সমস্যার সমাধান হবে। পরে বাইপাস করা হবে। শারীরিক অবস্থা উন্নতির দিকে ধাবমান।

ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট জানান ডা. ফিলিপ কোহের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। পরে হালনাগাদ গণমাধ্যমকে জানান রিজভী। সঙ্গে ছিলেন সেতুমন্ত্রীর স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সাংসদ একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, দেশটিতে বাংলাদেশ কমিউনিটির নেতারা।

গেল রোববার ভোরে হঠাৎ শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয় কাদেরের। পরে তাকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করা হয়। পরে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। পরের দিন সোমবার তাকে দেখতে আসেন ভারতের স্বনামধন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এরপর কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর