ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৭৬

কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০০ ৪ সেপ্টেম্বর ২০২২  

কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

দীর্ঘ ৬ দশক ধরে বেতার, টেলিভিশন ও সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজারের বেশি গান রচনা করেছেন গাজী মাজহারুল। গীতিকবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

 

বর্ণিল ক্যারিয়ারে গাজী মাজহারুলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’।

 

এছাড়া অসংখ্য কালজয়ী গানের এ গীতিকারের লেখা অন্য গানগুলো হলো ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ ইত্যাদি।

 

১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দির তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের শুরু থেকেই গান ও নাটক রচনা করেন তিনি।

 

১৯৬৭ সালে চলচ্চিত্রের জন্য প্রথম গান লেখেন গাজী মাজহারুল। এরপর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লেখাতেও পারদর্শিতা দেখান এ কিংবদন্তি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর