ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৯০৪

কিবরিয়া হত্যার বিচার ১৪ বছরেও শেষ হল না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৩ ২৭ জানুয়ারি ২০১৯  

আজ ২৭ জানুয়ারি রোববার, মর্মান্তিক বৈদ্যের বাজার ট্র্যাজেডির দিন। এ দিনে দুর্বৃত্তদের ভয়ানক গ্রেনেড হামলায় নিহত হন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের তৎকালীন সংসদ সদস্য সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।

 

ওই হামলায় তার ভাতিজা শাহ মনজুরুল হুদাসহ প্রাণ হারান আরও তিনজন। নিহতরা হলেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন কমপক্ষে ৭০ জন নেতা-কর্মী।

 

দীর্ঘ ১৪ বছরেও এর বিচার কাজ সম্পন্ন না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে নিহতদের পরিবারসহ সমগ্র জেলাবাসীর মধ্যে। আওয়ামী লীগ সরকারের আমলে কিবরিয়া হত্যার বিচার সম্পন্ন করা না হলে কোনোদিনই এর সুষ্ঠু বিচার হবে না বলেও ধারণা করেছেন সাধারণ মানুষ।

 

কিবরিয়া হত্যা মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে লুৎফুজ্জামান বাবর কারাগারে রয়েছেন। এ ছাড়াও মুফতি হান্নানসহ অন্য মামলায় ৩ আসামির ফাঁসি কার্যকরা করা হয়েছে। সিসিক মেয়র আরিফ, হবিগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র জি কে গউছসহ জামিনে রয়েছেন ১২ জন। হারিছ চৌধুরীসহ অন্যরা পলাতক রয়েছেন।

 

মামলার সর্বশেষ অবস্থা :


সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি কিশোর কুমার কর জানান, মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। আর বিস্ফোরক মামলাটি বর্তমানে হবিগঞ্জ দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে বিচারিক কার্যক্রমের প্রক্রিয়াধীন রয়েছে। মামলা নিয়ে জটিলতা দেখা দেয়ায় সকলেই হতাশ হলেও গ্রেনেড হামলায় আহত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি আশাবাদী এই সরকারের আমলেই এর বিচার হবে। একই আশা মামলার বাদী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির। মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ ছাড়াও আগামী ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।