ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৯২

কুসুমে বিমুগ্ধ পূর্ণিমা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৪ ২১ জানুয়ারি ২০২১  

২০১৭ সালের আগস্টে নিজের লেখা ও গাওয়া গানের মডেল হন অভিনেত্রী কুসুম শিকদার। গানটি মুক্তির পর সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর আড়ালে চলে যান এই সুন্দরী। 

 

দীর্ঘ বিরতির পর গেল বছরের শেষদিকে নতুন গানে কণ্ঠ দেন কুসুম। এই গানেরও ভিডিওতে মডেল হন তিনি। এবার মুক্তি পেল সেই গান। ‘তোমায় হৃদ মাঝারে রাখিবো’ শিরোনামের গানটি মুক্তির পর দর্শকশ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

 

গানটি নজর কেড়েছে চিত্রনায়িকা পূর্ণিমার। নিজের ভেরিফায়েডে ফেসবুক পেজে সেটি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, কুসুম এতদিন তোমার অভিনয়ের ভক্ত ছিলাম, এবার গান শুনে বিমুগ্ধ হলাম।

 

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এই প্রতিযোগিতার তৃতীয় আসরের সেরা পাঁচ প্রতিযোগীর জন্য নির্মিত হয়েছে পাঁচটি ভিডিও। 

 

এর একটি গানে প্রতিযোগী নয়ন শীলের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কুসুম। ‘তোমায় হৃদ মাঝারে রাখিবো’ গানটির সংগীতায়োজন করেছেন খৈয়াম সান সন্ধি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম রাজু।

 

সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গানের এই আয়োজন চলতি বছর একসঙ্গে পাঁচজনকে বিজয়ী ঘোষণা করে। বিজয়ীরা হলেন সিরাজাম মুনিরা পাখি, ইতি ইব্রাহিম, সোহেল ভেড়ো, পলাশ চন্দ্র শীল ও নয়ন শীল।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর